STORYMIRROR

Arnab Bhattacharya

Fantasy

2  

Arnab Bhattacharya

Fantasy

দৃষ্টির দুঃখ

দৃষ্টির দুঃখ

1 min
347

সেদিন দুর্গা অষ্টমী,

বেরোতে অনেকটা বেলা হয়ে গেলো।

বহু বাধা বিপত্তির পর

প্রিয় মানুষটার সাথে বেড়িয়েছিলাম।

তার সাথে দেখা হলো, কথা হলো, ঘোরাও হলো,

একটা জিনিস খেয়াল করেছিলাম

হঠাৎই –


ভ্রমরের মতো তার চোখ দুটো

দেখেছিলাম আমি।

ব্যাকগ্রাউন্ডে বিকেলের মিঠে আলো,

দিনটা ছিলো দুর্গা অষ্টমী।

টানা টানা কাজল পড়া, কি অদ্ভূদ

অপূর্ব এক চাহনি

সত্যি, অমন দৃষ্টি, আগে তার

কখনও দেখিনি।


লেন্সে তাকে আচমকাই ধরেছিলাম।

হয়েছিলো একদম নির্ভূল।

যত্ন করে ‘সেভ’ করতে গিয়েই

‘ডিলিট’ অপশানে হাত – করে ফেললাম

মস্ত বড়ো ভুল।

হায়! মুছে গেলো সে ছবি।

তার সাথে মুছে গেলো তার

‘বেষ্ট লুক’ টি।


কিন্তু মন থেকে সে ছবি মোছে নি।

এতদিন পরেও সে দৃষ্টি এখনও তাজা,

তার সাথে কাটানো মুহূর্তটাই

এখন আমার স্বান্তনা,

সে কথাই আজও ভাবি

দিনটা ছিলো দুর্গা অষ্টমী।।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy