STORYMIRROR

Arnab Bhattacharya

Fantasy Inspirational

2  

Arnab Bhattacharya

Fantasy Inspirational

সময়

সময়

1 min
729

মেঘের পরে মেঘ,

ছুটছে কেমন দ্যাখ,

বসে আছিস

কিসের প্রতীক্ষায়?


সময় এখন ছোটার,

আমিও ছুটবো এবার,

বসে থাকার

আর তো নেই সময়।


হাওয়ার পরে হাওয়া,

  শুধুই গান গাওয়া,

এমনি করেই

 যাচ্ছিলো দিন বেশ।


উড়ে যাওয়া চিল,

 আকাশটা ঝিলমিল,

একটা অধ্যায়

এতদিনে হলো শেষ।


দিনের পর দিন,

রাত্রি নিদ্রাহীন,

একুশ বছর কাটলো শুধু

 বইয়ে গুঁজে মুখ।


লড়াই এখন লড়াই,

গড়বো জীবন সবাই,

জীবন যুদ্ধে জিতলে তবেই

আসল বাঁচার সুখ।


Rate this content
Log in

Similar bengali poem from Fantasy