স্বপ্ন , কল্পনা এবং বাস্তব
স্বপ্ন , কল্পনা এবং বাস্তব

1 min

1.1K
মিথ্যে আমি,
তোমার হাতে হাত রেখে
ছুঁতে চাই দিগন্ত বিস্তৃত ‘আসমান’।
তোমার বুকে কান পেতে
শুনতে চাই আমার ‘দিল কি ধারকান’।
তোমার চোখে চোখ রেখে
ডুবে যেতে চাই আটলান্টিকের গভীরে।
তোমার ঠোঁটে ঠোঁট রেখে
মিশে যেতে চাই তোমার শরীরে।
সত্যি আমি,
নীল ফ্রকে দেখে তোমায়,
‘ফিদা’ হয়েছিলাম।
হৃদয় মাঝে পেয়ে তোমায়,
সব ভুলেছিলাম।
নরম হাতের আলতো ছোঁয়ায়
উষ্ণ হয়েছিলাম।
জীবনে প্রথম আমি তোমায়
ভালোবেসেছিলাম!