হঠাৎ বৃষ্টি
হঠাৎ বৃষ্টি
অনেক দিন বৃষ্টি দেখিনি।
কত মাস হয়ে গেলো,
প্রাণ খুলে মাটির ভেজা গন্ধে
মোহিত হইনি।
আজ পড়ন্ত বিকেলের
হঠাৎ বৃষ্টিতে যেন,
সেই সব কিছুকে খুঁজে পেলাম।
আচ্ছা! এই মন কেমন করা বৃষ্টিরা
আগের মতো আমার কাছে
আসেনা কেন?
কোত্থেকে মেঘের একটা sms এলো আমার কাছে।
সে যেন বললো আমায় –
ওরা নাকি অন্য অনেকের মতো
আমাকে ভুলে গেছে।
কিন্তু আমি তো ওদের দুরে সরাইনি!
কখনো চিৎকার করে –
“কেন আমায় কষ্ট দিচ্ছো” – বলে
নিজের ক্ষোভ উগরে দিইনি।
তাই হয়তো আবার ওরা
অনেক দুর থেকে ফিরে এসেছে আমার কাছে।
আজ সেই বৃষ্টিরা
সশব্দে আমায় ভিজিয়ে দিয়ে
আরো একবার প্রমাণ করলো –
ভোলে নি, পাশেই আছে।