ব্যাথা
ব্যাথা


কিছু বাক্য
অসমাপ্ত,
কিছু দুঃখ
অব্যক্ত।
কিছু মিসড্ কল
দুটো কথা।
কিছু অভিমান
নীরবতা।
কিছু বিশ্বাস
থাকে পোক্ত,
শক্ লেগে হয়
হৃদি ভঙ্গ।
কিছু কান্না
দিলো ব্যাথা।
ভুলে কাছে এসে
ভালোবাসা।
কিছু বাক্য
অসমাপ্ত,
কিছু দুঃখ
অব্যক্ত।
কিছু মিসড্ কল
দুটো কথা।
কিছু অভিমান
নীরবতা।
কিছু বিশ্বাস
থাকে পোক্ত,
শক্ লেগে হয়
হৃদি ভঙ্গ।
কিছু কান্না
দিলো ব্যাথা।
ভুলে কাছে এসে
ভালোবাসা।