আহা !
আহা !


তুমি স্বর্গের পরীদের মত উজ্জ্বল না হতে পারো,
তুমি মাখনের মত মোলায়েম না হতে পারো,
তবু, তুমি সুন্দরী।
তোমার দেহের ভঙ্গিমা আমায় মুগ্ধ করে,
তোমার স্পর্শ, গন্ধ আমায় আকৃষ্ট করে,
হাতছানি দিয়ে ডাকে।
তাই, তুমি রূপসী।
তোমার ভেতরটা সরল, সিধা – ‘সাদা’।
পরতে পরতে তোমায় চিনতে হয়নি কোনো ব
াধা।
কারণ, তুমি মোহময়ী।
তুমি একটু দুষ্টু, মিষ্টি, স্পাইসি অ্যান্ড হট্।
তাই আমার কাছে আরো একবার
ফিরে এসো চট্পট্।
তুমি আমার ওয়ান অ্যান্ড ওনলি,
তাই তো তোমায় আপন করতে চাই।
দু-ঠোঁটের আদরে, আলিঙ্গনে তোমায় কাছে পেতে চাই।
তুমি আমার চিরদিনের –---
“ফিস ফ্রাই ! !