STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Classics Others

3  

শিপ্রা চক্রবর্তী

Classics Others

মিলন সন্ধি

মিলন সন্ধি

1 min
258


জানিনা কি করেছি পাপ!

তার জন‍্য প্রায়শ্চিত্তই বা...

কি আছে বরাদ্দ!

চলছে আপন ছন্দে জীবন,

জানিনা কখন হবে রুদ্ধ।

জানিনা কি করেছি পূন‍্য!

কি আছে তার সৌভাগ্য ফল স্বরূপ!

জীবনকে করছি উদযাপন প্রতিনিয়ত,

খোঁজার চেষ্টা করেছি......

আত্মার আসল রূপ।

জানিনা কি করেছি মন্দ!

কার জীবনে ঘনিয়ে এসেছে....

আঁধার কালো রাত!

আমি তো শুধু কাঠের পুতুল,

চালায় কোন এক অদৃশ্য হাত।

জানিনা কি করেছি ভালো!

ভেসেছে কিনা কারোর মন.....

খুশির জোয়ারে!

আমি পথিক হয়ে এগিয়ে....

চলছি জীবন পথে!

শূন‍্য হাতে এসেছি.....

শূন‍্য হাতেই যাব ফিরে।

পাপ, পূন‍্য, ভালো, মন্দের....

হিসাব কষাই বৃথা!

কোন কিছুই মিলবে না!

ফাঁকাই থাকবে জীবন খাতা,

যতদিন প্রানপাখি দেহ.....

খাঁচায় আছে বন্দী,

ততদিনে আত্মার সাথে......

পরমাত্মার হোক মিলন সন্ধি।


Rate this content
Log in

Similar bengali poem from Classics