STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Romance Others

মিলন হবে কতদিনে......

মিলন হবে কতদিনে......

1 min
180


তোমার মনের আকাশ জুড়ে

আমার বাস,

আমার কথা মনে করা তোমার

প্রত‍্যেক দিনের অভ‍্যাস।

আমি আছি তোমার প্রত‍্যেক

অনুভূতিতে মিশে,

তাইতো তোমার সকল আবেগ,

দুঃখ, কষ্ট, হাসি, কান্না থামে

আমার কথায় এসে।

নাইবা পেলাম স্থান তোমার 

পুরো জীবন জুড়ে,

আমার অবাধ বিচরন তোমার

স্মৃতি ঘেরা অন্তরে।

আমার কথা ভেবেই তোমার

দুচোখ বেয়ে কখনও ঝড়ে

তীব্র বারি ধারা,

আমায় ছাড়া তুমি সম্পূর্ণ দিশেহারা।

আবার কখনও ঠোঁটের কোনে

ফুটে ওঠে এক চিলতে মিষ্টি হাসি

আমার কথা ভেবে,

আমি যে তোমার প্রান সজনী

তাই নির্জনতা ভরা গভীর রজনী

পার কর একাকি জেগে।

নিয়তির কঠিন বিধানে

আজ আমি তোমার থেকে শত

সহস্র যোজন দূরে,

আর আমার অনুভূতিকে সঙ্গে

নিয়ে তুমি হয়েছো ভবঘুরে।

খড়কুটোর মত ভেসে গেছে

তোমার আমার স্বপ্ন সময়ের স্রোতে,

একদিন ঠিক সমস্ত বাধা পেরিয়ে

তোমার দেখা হবে আমার সাথে,

দিনের শেষে তোমার পথ ঠিক এসে

মিলবে আমার পথে।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract