STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Classics

4  

শিপ্রা চক্রবর্তী

Abstract Classics

অদ্বিতীয়া

অদ্বিতীয়া

1 min
518

যেখানে তোমার সীমান্ত,

সেখান থেকে আমার চলার শুরু,

যেখানে তোমার পূর্ণতা,

সেখানেই আমার প্রাপ্তির অপূর্ণতা,

যেখানে তোমার আনন্দ,

সেখানেই আমার নিরানন্দ,

যেখানে তোমার সুখ,

সেখানে আমার দুঃখ,

যেখানে তোমার ভালো,

সেখানে আমার মন্দ,

যেখানে তোমার হাসি,

সেখানে আমার কান্না,

যেখানে তোমার আবেগ হয় সিঞ্চিত,

সেখানেই আমার রাগের উৎপত্তি,

যেখানে তোমার অনুরাগ,

সেখানে আমার অভিমান,

যেখানে তোমার বইছে

ঘৃণার প্রবল বাতাস,

সেখানেই আমার ভালোবাসার

মুক্ত আকাশ,

যখন তোমার মনে বয়ে চলে

আনন্দের ফোয়ারা,

তখন আমার চোখ দিয়ে ঝড়ে

নোনা বারিধারা,

তবুও আমরা একে অপরের দোসর,

একে অপরের সাথে পরিপূর্ণ,

মাঝে রয়েছে দুটি দেহের সীমান্ত,

ভিন্ন প্রান বায়ুর অস্তিত্ব,

নইলে আমরা এক, অদ্বিতীয়া,অভিন্ন।


✍শিপ্রা চক্রবর্তী



Rate this content
Log in

Similar bengali poem from Abstract