STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

উৎসব...

উৎসব...

1 min
224


চারিদিকে আজ ভেসে বেড়াচ্ছে

খুশির উত্তাল বাতাস,

পেঁজা তুলোর মত সাদা মেঘে

ঢেকেছে নীল আকাশ,

যে.. দিকে চোখ যায় সে দিকেই আজ

কাশ ফুলের সমাহার।

জানান দিচ্ছে মায়ের আগমনের

দেরি নেই আর,

শিউলির গন্ধ বয়ে আনছে

আগমনীর বার্তা,

আসছে ধরনীতলে জগৎ

জননী মাতা।

এক বছরের দীর্ঘ প্রতিক্ষার হবে অবসান,

হাসি মুখে আসবে মা... ধরনীতে

নিয়ে তার সন্তান।

উৎসবের আমেজে মেতে উঠেছে

তাই আপামর জনজাতি,

সাজ গোজের বাহার আর

আহার হবে সুস্বাদু রকমারি।

দিকে দিকে আলোর রোশনায়

সেজে উঠছে গ্রাম থেকে শহর,

ধনি দরিদ্র সবাই নিজের মত কাটাবে

আনন্দের প্রতিটা প্রহর।

দিনের শেষে আসবে নেমে

বিদায় এর বেলা,

বরণ শেষে মিষ্টিমুখে

চলবে সিঁদুর খেলা।

শুরু হবে নতুন করে আবার দিনগোনা,

একের পর এক চলতে থাকবে

উৎসবের আনাগোনা।





Rate this content
Log in

Similar bengali poem from Abstract