STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

3  

শিপ্রা চক্রবর্তী

Abstract Others

আড়ি

আড়ি

1 min
368

নির্জন দুপুরে উদাসীনতার

চাদরে মুড়ে আছে মন,

নদীর স্রোতের মত উত্তাল বেগে

কোথায় হারিয়ে গেল রঙিন জীবন।

উদাসি মনে চেয়ে থাকি

দূর দিগন্ত পানে,

পড়ন্ত সূর্যের আলো অস্তমিত কাহিনী

লেখে অকাশের বুকে আপন মনে।

সেই কাহিনীতে থাকে অতীতের

সুমধুর স্মৃতির অলোড়ন,

মনের গভীরে রাখা আছে অতি যত্নে

তাইতো স্মৃতির ভীড়ে হারিয়ে যায়

বারবার এই উদাসি মন।

চোখের সামনে ভেসে ওঠে আজও

ফেলে আসা শৈশবের

প্রতিটা অলিগলি,

সে..... মধুর দিনের মধুর

রঙিন ক্ষন কি করে ভুলি!

আজও সে.... মনে আনে

আনন্দের উত্তাল জোয়ার,

শৈশব হল উদ‍্যাম, চঞ্চল,

প্রানবন্ত দূর্নিবার।

আজও আছে স্কুল,

আজও আছে বন্ধু,

আজও আছে খুনসুটি,

টিফিনবক্স নিয়ে কাড়াকাড়ি,

শুধু আমি হয়ে গেছি বড়

শৈশব তাই করেছে

আমার সাথে আড়ি।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract