STORYMIRROR

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

3  

শিপ্রা চক্রবর্তী

Romance Tragedy

তাকে লেখা শেষ চিঠি....

তাকে লেখা শেষ চিঠি....

2 mins
209


তাকে লেখা শেষ চিঠি আজও

আছে রাখা নীল খামে,

সময়ের সাথে খামের রঙ

হয়েছে বিবর্ণ!

লেখাও কিছুটা হয়েছে অস্পষ্ট আবছা,

তবুও যে... তার মূল‍্য অনেক,

লেখার প্রতিটা অক্ষরে মিশে আছে

হৃদয়ের কোমল আবেগ,

প্রতিটা শব্দ অনুভূতি জড়ানো,

শুধু যাকে নিয়ে লেখা সে.....

চিঠির কথা তাকেই হলোনা জানানো!

শত সহস্র বার চেষ্টা করেছি

তার হাতে তুলে দিতে আমার

লেখা শেষ চিঠি,

কিন্তু আমি বারবার হয়েছি ব‍্যার্থ!

তার উজ্জ্বল চোখের 

দৃষ্টির সামনে দাঁড়িয়ে মুখের ভাষা

গেছে আমার হারিয়ে,

কথাগুলো জমাট বেঁধে গলার

স্বরকে করেছে রুদ্ধ,

আমি নিস্পলক দৃষ্টিতে চেয়ে

থেকেছি তার পানে,

হারিয়ে গেছি তার অতল সমুদ্রের মত

চোখের গভীর মায়ার টানে,

অনুভূতির তীব্র আলোড়নে

হৃদয় হয়েছে আলোকিত,

মুখ ফুটে কখনও হয়নি বলা

ভালোবাসি তারে!

তাই সবকিছু শেষ হয়ে গেল অনাদরে,

সে.. কি... বোঝেনি কিছুই!

না... বুঝেও মনকে করেছে অবুঝ,

জড়াতে চাইনি বন্ধনের কঠিন বেড়াজালে,

তাই সে.... দিয়েছে পাড়ি নিরুদ্দেশের

পথিক হয়ে অচিন কোনো দেশে,

নিজের কঠিন মনকে করেছে সিক্ত

নোনা অশ্রুজলে,

কিন্তু আমার মন আজও অশান্ত!

খুঁজে ফেরে তার মনের সঠিক ঠিকানা,

যে... ঠিকানায় চিঠি পাঠালে

সকল প্রশ্নের সঠিক উত্তর যাবে জানা,

আজও বারবার খুলে দেখি সেই চিঠিখানি,

হারিয়ে যায় আমি সুখ স্মৃতির ভীড়ে

মন হয়ে ওঠে বড্ড অভিমানি,

জানি অভিমান, অনুরাগ, অভিযোগ,

রাগ সবই আসলে বৃথা,

সে.. যে.. মুক্ত আকাশ....

তাকে আবদ্ধ করা বড্ড কঠিন,

সে... নিজেই নিজের চলার সাথী

ভবঘুরে, একা, একলা।





Rate this content
Log in

Similar bengali poem from Romance