::জিজ্ঞাসা::
::জিজ্ঞাসা::
তুমি কি এখনও বলবে ঈশ্বর মঙ্গলময়?
যা করেন তা ভালোর জন্যই করেন।
জগতে যা কিছু ঘটে সব তাঁর ইচ্ছায়।
জন্মেই মাকে হারাল যে শিশু
অথবা মৃত সন্তান প্রসব করল যে মা
সেখানেও কি কারো মঙ্গল ছিল?
বা ঘটল যা ,তা ঈশ্বরের ইচ্ছা!
খুঁটে খুঁটে মানুষ করল যাকে
নিজে না খেয়ে খাওয়াল যে মুখে
সেই মুখেই যখন নুড়ো জ্বেলে দিল পিতা
বলতো,কার মঙ্গল হল সেথা?
পরিবারের দায়িত্ব কাঁধে তুলে নিতে
কাজে বেরল যে মেয়ে
ফেরার পথে ফাঁকা রাস্তায়
তাকে একা পেয়ে;
টেনে নিয়ে গেল জঙ্গলে;
ছিঁড়ে খেল সারা রাত,
নির্যাতনের ছাপ এঁকে দিল সারা গায়ে
সেখানেও কি মঙ্গল ছিল?
ইচ্ছা ছিল বিশ্বপিতার?
দুটো খাবারের জন্য যখন
ছটফট করে মানুষ
অনাহারে করে আত্মহত্যা
কার মঙ্গল হয় সেখানে?
সেটাও কি ঈশ্বরের ইচ্ছা?
