STORYMIRROR

Bidyut chakraborty

Classics Inspirational Others

3  

Bidyut chakraborty

Classics Inspirational Others

শুরু না শেষের শুরু

শুরু না শেষের শুরু

1 min
392

সভ‍্যতার কি আদৌ ঘটছে উন্নতি;

নাকি ক্রমশ হচ্ছে অবনতি?

নাকি এগিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে;

নাকি যাচ্ছে ফিরে আদিম যুগে?

পোশাক-আশাক

আচার-ব‍্যবহার

ভাষা-রুচি

তারই আগাম আভাস দিচ্ছে কি?

নগ্নতা আজ সাহসিকতা

পোশাক কে ঢাকেনা শরীর

চুল-নখ-পোশাক দেখে

যায় না বোঝা পুরুষ কিংবা নারী।

একমাথা চুল একমুখ দাঁড়ি লম্বা লম্বা নখ

ওদেরও তো ছিল যখন আদিম যুগ।

পাতার পোশাকে ঢাকত না শরীর

বন‍্য ছিল আচার ব‍্যবহারে

কখনও মিলিয়ে দেখো

তাহলেই পারবে বুঝতে

সভ‍্যতা যেন যাচ্ছে ফিরে

শুরুর দিকে আসতে আসতে।

মনে রেখো সবই ঘুরছে চাকার মতো

সভ‍্যতাও তাই যাচ্ছে ফিরে ক্রমশ শুরুর দিকে।


হয়তো সেদিন বলবে না এটা আদিম যুগ

বলবে সেদিন এটা যন্ত্রযুগ।


Rate this content
Log in

Similar bengali poem from Classics