STORYMIRROR

Bidyut chakraborty

Abstract Romance Fantasy

3  

Bidyut chakraborty

Abstract Romance Fantasy

ফিরে পেতে চাই ...

ফিরে পেতে চাই ...

1 min
512

হারিয়ে গেছে ছেলেবেলা

বড়ো হওয়ার ভিড়ে।

কেন পাইনা ফিরে সে সব সময়

যা হারিয়ে গেছে বড়ো হয়ে গিয়ে।

সেই বৃষ্টিতে ভিজে স্কুলে যাওয়া

সবার টাকা একসাথে করে

চলতো টিফিন খাওয়া।

ছুটির সময় পড়ে যেত 

ক্লাস থেকে বেরোনোর হুড়োহুড়ি


একটু বড় হতেই ক্লাস ফাঁকি দিয়ে

শুরু হল জমিয়ে আড্ডা দেওয়া।

খুব মনে পড়ে সরস্বতী পুজোয়

একসাথে খিচুড়ি খাওয়া।


মাধ‍্যমিকের গন্ডি পেরতেই

বসন্ত মনে দিল নাড়া‌।

টিউশনি ব‍্যাচে সব থেকে সুন্দরীকে

নিয়ে বন্ধুদের মধ‍্যে চলত বচসা।

কিন্তু প্রেম নিবেদন করতে

কারো সাহস হতো না।

সরস্বতী পুজোর দায়িত্ব নিয়ে

মেয়েদের স্কুলে কার্ড দিতে যাওয়ার 

চরম ব‍্যস্ততা।

কে কে কোন্ কোন্ স্কুলে কার্ড দিতে যাবে 

তার নির্বাচন নিয়ে বন্ধুদের মধ‍্যে চলত ঝামেলা।

শিক্ষকদের দেওয়া হয়েছিল

ব‍্যঙ্গ করে এক একটা নাম

সেই নামে ডাকা হতো যখন সব বন্ধুরা

একসাথে থাকতাম।


বন্ধুদের ডাকা হতো বাবার নাম ধরে

কিংবা টিউশনি ব‍্যাচে মনে ধরেছে 

যার যে মেয়েটাকে।

মনে পড়ে কলেজ কালে ক‍্যান্টিনে বসে

লুকিয়ে লুকিয়ে বন্ধুদের সাথে

ভাগাভাগি করে প্রথম বিড়ি সিগারেট খাওয়া

প্রেমে পড়ে ছেঁকা খেয়ে প্রথম দেবদাস হওয়া।


তখন তাড়াতাড়ি বড়ো হতে চাওয়া

এখন আবার ফিরে পেতে চাই

স্কুল-কলেজের মধুর দিন গুলো।



Rate this content
Log in

Similar bengali poem from Abstract