STORYMIRROR

Kausik Chakraborty

Abstract Classics

3  

Kausik Chakraborty

Abstract Classics

ধর্ম

ধর্ম

1 min
204


সর্বনাশের গণ্ডি ভেঙেও

ধর্ম মাথায় নাচছি খুব

উল্টে পড়ছে গরম তেল আর

ফিরতি পথেই ঘুম ভাঙুক


টুকরো স্মৃতির ফাইল হাতড়ে

জাগিয়ে তুলছি বিষফোঁড়াও

বৃষ্টি হবার একটাই ঋতু

বাকিটা নিছক ঝমঝমাও


লক্ষ্যবস্তু কুড়িয়ে সমানে

মাথার ওপরে ওজন দিক

সবটা ফ্যাকাসে কাব্যের মত

অপয়া যেমন এক শালিক 


হাঁপিয়ে পড়ছে ধোপার ঘরণী 

শাড়িতে এখনও নীলচে ছাপ

কেউ তুলেছিল ধ্বংসচিহ্ন

কেউ রেখেছিল শেষ গোলাপ


বন্দী থাকার একটা শর্ত

বেঁধে নিয়ে জাল ঘুম পাড়াও

বাকিটা সময় তোমার ছিল না

ধর্ম যতই মাথায় নাও


Rate this content
Log in

Similar bengali poem from Abstract