ধর্ম
ধর্ম
সর্বনাশের গণ্ডি ভেঙেও
ধর্ম মাথায় নাচছি খুব
উল্টে পড়ছে গরম তেল আর
ফিরতি পথেই ঘুম ভাঙুক
টুকরো স্মৃতির ফাইল হাতড়ে
জাগিয়ে তুলছি বিষফোঁড়াও
বৃষ্টি হবার একটাই ঋতু
বাকিটা নিছক ঝমঝমাও
লক্ষ্যবস্তু কুড়িয়ে সমানে
মাথার ওপরে ওজন দিক
সবটা ফ্যাকাসে কাব্যের মত
অপয়া যেমন এক শালিক
হাঁপিয়ে পড়ছে ধোপার ঘরণী
শাড়িতে এখনও নীলচে ছাপ
কেউ তুলেছিল ধ্বংসচিহ্ন
কেউ রেখেছিল শেষ গোলাপ
বন্দী থাকার একটা শর্ত
বেঁধে নিয়ে জাল ঘুম পাড়াও
বাকিটা সময় তোমার ছিল না
ধর্ম যতই মাথায় নাও
