STORYMIRROR

Manik Goswami

Classics Children

4.3  

Manik Goswami

Classics Children

শিশুর মিনতি

শিশুর মিনতি

1 min
282

শিশুর মিনতি

মানিক চন্দ্র গোস্বামী


ছোট্ট শিশুর মনটা ভারী, ভগবান শোনো কথা;

নাবালক মনে প্রশ্ন জেগেছে, প্রকাশিছে ব্যাকুলতা।

মিনতি শিশুর দেবতা তোমার কাছে,

অনেক ক্ষমতা এখনও তোমার আছে। 

এই আকাশে রয়েছে যে জলদ মেঘের ঘোর,

অন্ধকারে ডুবিয়েছে যেন আসবে না আর ভোর।

জলকণা বুকে বেঁধে, হয়ে আছে বড়ো ভারী,

যে কোনো সময় বিপুল বেগে পড়ে যাবে আছাড়ি।

সরিয়ে নিয়ে যাও সে জলদ, প্রকাশ করো রূপে,

করুণা করে দাও না তারে মরুর আকাশে সোঁপে।

তৃষ্না কাতর চাতকেরা সেথা করিতেছে হাহাকার,

একটু উপকার করে দাও প্রভু, নিয়ে যাও জলাধার।

হেথায় দেখি বৃষ্টি প্রচুর, নদী নালা সব ভরা,

বন্যার কোপে ভাসে ঘরবাড়ি,পরিজন গৃহহারা ।

অথচ কোথাও অনাবৃষ্টির প্রবল প্রকোপে পড়ে,

ফসলের আশা শেষ হয়ে যায়, খর রোদে জ্বলে পুড়ে।

কোথাও প্রাণী তৃষ্নায় মরে, কোথাও ভাসছে জলে,

কোথাও মানুষ খাদ্যের খোঁজে ছুটছে এলোমেলে।

দুঃখে ভরা ধরাধামে তুমি খুশি আনো প্রতি প্রাণে,

সম-বণ্টনে হতাশা ঘোচাও, পূজো পাবে প্রতিদানে।


Rate this content
Log in

Similar bengali poem from Classics