আমার সেই ছোট্টবেলা
আমার সেই ছোট্টবেলা
আমার সেই ছোট্টবেলা
মোহাম্মদ হেদায়েতুল ইসলাম
আমার সেই ছোট্টবেলায় ছিল মধুর স্মৃতি যে কত,
অনেক স্মৃতিই আজকের দিনে স্মরণ করার মত।
সেই ছোট্টবেলায় কতই আমি উড়াতাম সাধের ঘুড়ি,
খেলাধুলায় একদমি আমার ছিলনা যে জুড়ি।
আকাশপানে তাকিয়ে কতইনা বিমান উতসুক হয়ে দেখতাম,
আদর করে ময়না টিয়া অনেক ভালবেসে পুষতাম।
পাখির ছানা দেখব বলে কতো গাছের ডালে উঠতাম,
গরুর গাড়ির পিছে ঝুলে আমি প্রায়ই দোল খেতাম।
বৌছি আর কানামাছি ছিল অনেক বেশি মজার,
রাত্রি বেলায় দাদু শোনাতেন গল্প দূর দেশের এক রাজার।
লাটিম খেলায় দেখতাম কার লটিম বেশি ঘোরে,
নৌকা বাইচে দেখতাম কার নৌকা যায় বেশি জোরে।
নদীতীর বালুতে কতইনা করতাম আঁকাআকি,
খাওয়াতে গেলেই মা বলতেন খাও শোনামনি এইত আর একটু যে বাকি।
জাম,পেয়ারা,লিচু খেতাম গাছে উঠে সাহস জোরে,
আম খাওয়াতো মা আমায় দুধ ভাত দিয়ে মুঠো ভোরে।
বৃষ্টিতে ভিজে কাদা দিয়ে করতাম আমি খেলা,
হাসি আনন্দে মধুর আদরে কাটতো আমার সেই ছোট্টবেলা।