STORYMIRROR

Manab Mondal

Abstract Children

5  

Manab Mondal

Abstract Children

হরেক রকম ভুত

হরেক রকম ভুত

1 min
1.2K

অন্ধকারে ওরা সব বেড়িয়ে করে।

মেছো ব্যাটা মাছ চুরি করে।

পেত্নী গুলো সব গাছের ডালে

পা দুলিয়ে আড্ডা মারে।

ভুত হয়ে শান্তি কোথায়?

ব্রম্ভদত্যি কান ধরে পড়তে বসায়

তার পাঠ শালায়।

স্কন্ধকাটার দুঃখ ভারি,

মাথাটা খোঁজে ঘুরে ঘুরে।

গেছোটাও পাজি ভারি

চুল টেনে গাছে বসে চড়ে।

চোরচুন্নি চুরি করে , লোকের ঘরে

শাকচুন্নি এখনো সিঁদুর পরে ,

বরের মঙ্গলকামনা

বিজ্ঞান বলে যদি ভয় পেওনা আলেয়া।

তবু যদি নিশি ডাকে

দারজা টা দিও আটকে।

হরেক রকম ভুত আছে এ বাংলায়।

তবে ওরা সবাই ভালো শুনেছি গল্প কথায়।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract