STORYMIRROR

Debjani Basu Mullick

Comedy Fantasy Others

3  

Debjani Basu Mullick

Comedy Fantasy Others

বাবুর চটি

বাবুর চটি

1 min
325

গ্রীষ্ম হোক বা বর্ষা,

রোদ বা জল-কাদা-

আমার নেই শান্তি

আসতে নেই ক্লান্তি;

বাবু চলেন হেঁটে

বাজারে দোকানে হাটে,

হাসপাতাল কিম্বা নিমন্ত্রণে

আমার যাতায়াত সর্বস্থানে।


হঠাৎ এক পেরেক কোথা হতে

লাগল এসে সজোরে,

ব্যথায় আমি হলাম কাবু

লেঙচে লেঙচে চলেন বাবু।

মুচি খোঁজেন এ-পাশে ও-পাশে,

পাওয়া গেল এক সর্বশেষে ।

বাবু দাঁড়ান এক পা তুলে

পেরেক ব্যাটা যত নষ্টের মূলে,

মুচি হাতের কাজটি ফেলে-

আমার টুঁটি ধরলে চেপে,

উল্টে পাল্টে দেখে

দিল দুটো সেলাই মেরে,

আমি চেঁচাই লাগে লাগে

কার কি বা সে চিৎকারে,

পাঁচটি টাকা ছুঁড়ে দিয়ে -

নিলেন আমায় পায়ে গলিয়ে,

আবার হোল হাঁটা শুরু

এমনি আমার কর্তাবাবু।


বয়স আমার হল তিন,

অনেক অত্যাচার সই সারাদিন-

শরীরে আমার অনেক সেলাই

আজও এদিক সেদিক বেড়াই।

গ্রীষ্ম হোক বা বর্ষা

আমিই বাবুর ভরসা।

বাবু আমাকে বড্ড ভালবাসে

আমি বাবুর চটি জোড়া বটে!!


Rate this content
Log in

Similar bengali poem from Comedy