STORYMIRROR

Debjani Basu Mullick

Abstract Others

3  

Debjani Basu Mullick

Abstract Others

সূয্যি যখন ডোবে

সূয্যি যখন ডোবে

1 min
312

আকাশ জুড়ে লালচে আভা

সূয্যি মামার ডোবার পালা

মনে পড়ে সেই ছোটবেলা

মাঠে দাপিয়ে বল খেলা

আজ সামনে খালি বারান্দা

মন খারাপ করা বিকেলবেলা।


কোথায় যেন হারিয়ে গেছে সেই সময়টা

যখন আড্ডা হত ঘন্টার পর ঘন্টা

হত বিতর্ক নিয়ে রাজনীতি, সিনেমা, খেলা

আর ছিল লেড়ো বিস্কুট আর ভাঁড়ের চা!


হারিয়ে গেছে নৌকা বিহার

হারিয়ে গেছে গড়ের মাঠ

হারিয়ে গেছে বাদাম ভাজা,

পাঁচিলের ওপার থেকে " ভোকাট্টা"।


বিকেল মানে ছাদের কোণে অপেক্ষা

এক ঝলক একটু দেখা

এক অসম্ভব ভাললাগা , একটু হাসি

পৃথিবী যেন আমার ই।

হঠাৎই ভিড় করে এলো সেইসব মুহূর্তরা

এই মন খারাপ করা বিকেলবেলা।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract