STORYMIRROR

Debjani Basu Mullick

Drama

3  

Debjani Basu Mullick

Drama

রেল যাত্রা

রেল যাত্রা

1 min
394

বাজল শ্যামের বাঁশি, জোর একটি ধাক্কা কি মজা কি আনন্দ, শুরু হল রেল যাত্রা।খবরের কাগজ, জুতো পালিশ, গরম চাযা চাও পাবে চেন, তালা-চাবি বা সিঙাড়া ।টিনের ট্রাঙ্ক, চামড়ার সুটকেস , হোলডলে বিছানাটিফিন ক্যারিয়ারে লুচি আলুর দম সঙ্গে মিহিদানা, সঙ্গে থাকে বিস্কুট চানাচুর নানারকম ফলস্টেশনে ট্রেন থামলেই ভরতে হবে জল।

জানলার বাইরে মাঠ, শস্য ক্ষেত, সবুজ প্রান্তর স্টেশনে ট্রেন থামে একটুক্ষণ অন্তর অন্তর ।কিছুক্ষণেই সূয্যি ঢলে , বাইরে সব কালোকামরার ভিতর জলে ওঠে টিমটিমে আলো।চলে গল্পগুজব গান বা তাসের আড্ডা কেউ বা উল্টোয় স্টেশনে কেনা বইয়ের পাতা।বেরিয়ে পড়ে ঠান্ডা লুচি, কাগজের প্লেট মিষ্টির রসে মাখামাখি সব একশেষ ।

খাওয়ার শেষে শুয়ে পড়ার পালাহোলডল খুলে হল বাঙ্কে বিছানা পাতা।যত বাড়ে রাত , বাড়ে রেলের গতিযাত্রীরা হয় সতর্ক, কি জানি কার কি মতিযত বাড়ে গতি , বাড়ে রেলের দুলুনিএমন দুলুনিতে আসতে বাধ্য ঝিমুনি।

ঘুম ভাঙে "গরম চায়ে" র হাঁকেপুবের আলো দেখা দেয় জানলার ফাঁকে ।লাফিয়ে উঠে, হলডল বেঁধে কর তোড়জোড় নামতে হবে, চলছে কুলিদের হাঁকডাক হট্টগোল প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন চতুর্দিকে কোলাহলএসে গেল বহু প্রতিক্ষিত গন্তব্যস্থল ।।


Rate this content
Log in

Similar bengali poem from Drama