STORYMIRROR

Debjani Basu Mullick

Drama

3  

Debjani Basu Mullick

Drama

বাঙালীর আড্ডা

বাঙালীর আড্ডা

1 min
379

আড্ডা মানেই নাকি সময় নষ্ট

এ কথা শুনলে কি যে হয় কষ্ট!

আড্ডা জমে পাড়ার মোড়ে

আড্ডা বসে চায়ের দোকানে,

আড্ডা জমে কফি হাউসে

আড্ডা বসে বাড়ির রোয়াকে,

আসর বসে শিল্পী মহলে

আড্ডা জমে সাহিত্য রসে।

কখনও রাজনৈতিক তর্ক বিতর্ক

কখনও ফুটবল ক্রিকেটের দ্বন্দ্ব

ইষ্টবেঙ্গল মোহনবাগান নিয়ে বচসা

ঘটি বাঙালের তুমুল ঝগড়া ।

এ ঝগড়ার মজাই আলাদা

এতে নেই কোন মলিনতা।

কত শিল্পী সাহিত্যিক কবি

আড্ডাতেই পান জীবনের পুঁজি।

সকাল হতেই পাড়ার বুড়োরা

রাতে কলেজের ছেলেরা,

দুপুরে পাড়ার বৌদিরা

আড্ডা জমান হলে কাজ সারা।

আড্ডার নেই কোন নির্দিষ্ট সময়

একথা আড্ডাবাজরা মানবেন নিশ্চয়।

এখন আড্ডা হয় ভারচুয়াল

কি যে পড়ল দিনকাল!

আড্ডা মানেই আনন্দ এতে মন হয় শান্ত

যতই দাও আড্ডা হবে না কো ক্লান্ত

আড্ডাতে যতই হোক সময় নষ্ট

এই আসরে বাঙালিরাই শ্রেষ্ঠ ।


Rate this content
Log in

Similar bengali poem from Drama