STORYMIRROR

Debjani Basu Mullick

Romance Tragedy Others

3  

Debjani Basu Mullick

Romance Tragedy Others

দোলাচল

দোলাচল

1 min
249


পুকুর পাড়ে বসে থাকে

ওপাড়ার ভোলা ছিপ হাতে,

মাছ ওঠে না একটা

কেটে যায় ঘন্টার পর ঘন্টা -

এমনি করেই বেলা বাড়ে

শুকনো মুখে সে বাড়ি ফেরে।


হঠাৎই একদিন পুকুর পাড়ে

দেখা দিল সে কলসী কাঁখে,

পরনে সবুজ ডুরে শাড়ি

মাথা জুড়ে বেড়া বিনুনি -

একদল মেয়ের মাঝে কলকল হাসিতে

ঘাড় ঘুরিয়ে একবার তাকাল সে।


ভোলা রোজ করে থাকে অপেক্ষা

কখন যে পাবে তার দেখা,

যথাসময় দল বেঁধে আসে যায়

শুধু একবার ফিরে তাকায়,

ভোলার মনে আনন্দের ঢেউ খেলে

কি হয় ঠিক বুঝতে না পারে।


এমনি করেই যায় প্রতিদিন

হঠাৎই দেখা পেল না একদিন।

রোজ একই সময় আসে তারা

শুধু পাওয়া যায় না তার দেখা।

ভোলা রোজ গিয়ে বসে ঘাটে

অনেক আশা যদি সে আসে।


দেখতে দেখতে মাস গেল ঘুরে

আজ হঠাৎই দেখা দিল সে।

পরনে আজ লাল ডুরে শাড়ি

মালা দেওয়া লম্বা বিনুনি ,

অনেক গহনা, ঝকঝকে হাসি

যেন মনে ধরছে না খুশি ।


এক পলক দেখল এদিক ফিরে

সিঁথি তার রেঙেছে সিঁদূরে।

তোলপাড় হয় ভোলার বুকে

তাকিয়ে দেখে সে মুগ্ধ চোখে

কেন এমন হল বুঝতে না পারে

একেই কি তবে ভালবাসা বলে?



Rate this content
Log in

Similar bengali poem from Romance