তুমি বৃষ্টি
তুমি বৃষ্টি


তুমি বৃষ্টি, ছুঁয়ে দিলে মনে ফোটে হাজার ফুল,
তুমি দৃষ্টি আরালেও চোখে পরে হাজার ভুল|
তুমি আঁধারের নামে ধেয়ে আসা লাল সন্ধ্যা-
তুমি প্রেমের জোয়ারে ভাসানো রজনীগন্ধা-
তুমি শিশিরে ভেজা স্নিগ্ধ নয়নতারা,
তুমি কুয়াশার মাঝে লুকোনো ভোরের তারা,
তুমি আনাচে কানাচে ছেয়ে আছো যেন আমারি কোন সৃষ্টি|
তুমি বৃষ্টি, ছুঁয়ে দিলে মনে ফোটে হাজার ফুল
তুমি দৃষ্টি আরালেও চোখে পরে হাজার ভুল
তোমার নয়নে নয়ন মেলে হারিয়েছি আমি ছন্দ
তোমাকে পেতে মানতে পারি হাজার কঠিন দণ্ড
গিটারের তার বেধেছে গোপনে হাজার সুরের তান
তোমার নামে লেখা আমার বেঁচে থাকার গান