প্রস্তাব
প্রস্তাব
প্রস্তাব
মানিক চন্দ্র গোস্বামী
তোমার চোখে চোখ পড়তেই
শত মানুষের ভিড়ে,
ভালোবাসার প্রস্তাবখানি
প্রোথিত হৃদয় গভীরে।
লাজুক চোখের চাহনিতে লেখা
প্রেমের পত্রখানি,
সহজ পাঠ্যে মনের গোপনে
নিকটে লয়েছে টানি।
লাল গোলাপের প্রয়োজন নয়,
মনের সুবাসে ভেসে,
পার হয়ে যাবো উথাল সাগর,
সহজেই অনায়াসে।
আবেশে জড়ানো প্রাণের আবেগ
সীমাহীন কলরবে,
ভ্রমরের ন্যায় গুঞ্জরণে
মেতে ওঠে গৌরবে।
প্রেমিক চোখের উদাসী ছবিতে
মোহময়ী সোনা রূপ,
মন সাগরে উঠেছে তুফান
তরঙ্গ রহে না চুপ।

