দিলাম তোমায় সবই
দিলাম তোমায় সবই
দিলাম তোমায় সবই
মানিক চন্দ্র গোস্বামী
আমার মনের খোলা আকাশটা দিলাম আমি তোমায়,
বিস্তৃত সেই অসীমের মাঝে হারিয়ে যাবে সময়।
ভোরের আলোর স্নিগ্ধ হাসি তোমার অধরে মিশে,
দিয়ে যাবে দোলা মনোবাতায়নে সহজেই, অনায়াসে।
আমার মহাসাগরের উদার বক্ষে হাজারো ঢেউয়ের নাচন,
তোমার হৃদয়ে দোলা দিয়ে তালে, স্বপ্ন করুক রচন।
আমার কাননে ফোটা যত ফুলে, বাতাস সুবাসে ছায়,
তোমার প্রাণেতে আবেশ আনিতে, উদ্দাম রূপে ধায়।
আমার গানের কলিগুলি আজ সুরের মূর্চ্ছনায়,
তোমার কণ্ঠে পড়ুক ঝরে, মেতে উঠুক লয়।
মনের মাধুরী প্রেমের ছোঁয়ায় পাখনা মেলেছে হাওয়ায়,
তোমার মনের খোলা আঙিনায় বিদ্যুৎ নেচে যায়।
আমার আকাশ, আমার বাতাস, দিয়েছি তোমায় সবই,
ভালো থেকো প্রিয়ে, হাসিমুখে থেকো, এইটুকু রাখি দাবি।

