STORYMIRROR

Anindya Biswas

Romance

4  

Anindya Biswas

Romance

❤️হৃদয় ❤️

❤️হৃদয় ❤️

1 min
15

❤️হৃদয় ❤️

যদি পেতাম হাতে একটি জ্বলন্ত দেশলাই ;

জ্বালিয়ে দিতাম এই হৃদয়টাকে ; করে দিতাম পুরো ছাই,

নাহলে ধুকপুক করে সবসময় করায় সে যে আনচান মন ;

সেই অসহায়তা থেকে দিতাম মুক্তি একে ; করতাম তার শাপমোচন,

বেহায়া ; নির্লজ্জ ; আমার একটি রক্তে রাঙা হৃদয় ;

পড়ে ভালোবাসায় নিঠুর ভাবে ; ভাবে ; পেয়েছে সে:- একটি নীরব আশ্রয়,

করে ফেলে সে অজান্তে ; নিদারুন ; ক্ষমাহীন ভালোবাসা ;

ভাবতে যে শিখেনি সে ; খালি বুনতে চেয়েছে প্রেমের মায়াজালের আশা,

বোঝতে পারেনি সে ; এখনো তার কারো হৃদয়ে হয়নি প্রবেশ;

সে তো নয় অপরিহার্য ; সে তো শুধু কারো দীনপঞ্জির অভ্যেস,

তাই পিপাসার্ত পথিকের মতো ; খোঁজে ঠিকানা শীতল ভালোবাসা -জল ;

বোঝে না সে ; কেন সে বোঝেনা ; তার আবেগ হয়ে যায় বিষমাখা ফল,

হয়ে সে বামন ; ছুতে চায় সে ; কোনো আকাশের চাঁদ ;

বোঝে না সে ;তাই বুঝি  চায়; দিতে উপড়ে সংসারের যত বাঁধ,

যদি বুঝতো ; সে খালি তো রোজের অভ্যাস ; নেই তার কোনো পরিণতি ;

হয়তো চাইতোনা ; একটু আদর ভরা কথার আবদার ; চাইতো মৃত্যু :-বুক ফাটা কোনো ইতি।



Rate this content
Log in

Similar bengali poem from Romance