লাল শাড়ী
লাল শাড়ী
লাল শাড়িতে লাগে তাকে অপার রেশ, বসন্ত এলে পলাশ জ্বালে প্রেমের আবেশ। সেই দু’চোখের মায়াজালে পড়েছি যে বাঁধনে, বলছি তাকে—আমি কৃষ্ণ হই, তুমিই মোর রাধনে। ইচ্ছে হয় কপালে দিই আদরের এক আঁচ, সে না হাসলে দিনটা আমার নিঃশব্দ, নিরাশ। সে যে আমার একান্ত আপন—কাছের, গোপন, তার মনেই বুনি আমি জীবনের স্বপ্ন-বপন।

