থেকে যেও
থেকে যেও
মন খারাপের দিনে; তুমিই থেকো মন ভালো হয়ে;
মাথায় হাতটা রেখো; চুপটি করে; যদি হটাৎ আঁকড়ে ধরি ভয়ে,
দেখতে দিও তোমাকে- অবিশ্রান্ত; অবিরাম; অনর্গল; নির্লজ্জের মত;
তুমিই ব্যাস একটু ছুঁয়ে দিও; শীতল হবে হৃদয় - অশান্ত; ক্ষতবিক্ষত,
জানি আটকে রাখার বিত্ত নেই; আছে শুধু তোমায় ভালো রাখার মন;
ছেড়ে যাওয়ার পৃথিবীতে থেকে যেও - হয়ে আমার একমাত্র; একান্ত আপ
নজন।

