অভিমান
অভিমান
তোমায় দেখার অপেক্ষায় ছিলাম বসে, একাকী—কতদিন, কতক্ষণ, শতাব্দী জুড়ে। দেখো, সেই তোমারই খোঁজ পেলাম অবশেষে, যখন আমি জীর্ণ, ক্লান্ত—জীবনপুরে একা ঘুরে। একটাই অভিমান—কেন এলে এত দেরিতে? শুনলে না কি আমার কাতর অপেক্ষার ডাক? এত সময় পরে কি মনে হল ফিরতে, বলতো, আমার প্রেমে কি ছিল কোনো ফাঁক? তবু এবার ধরা দিলে যখন, কথা দাও মোরে বারবার, একা আর কোনোদিন ছেড়ে যাবে না আমায়। আর থাকতে চাই না তোমায় ছেড়ে, কোনোদিনও আর।

