একটি চুমু কিনবো বলে
একটি চুমু কিনবো বলে
মাটির ব্যাংকে জমেছে অনেকগুলো নোট,
একদিন খুব ভোরে ব্যাংকটি ভেঙ্গে গুমট গন্ধ জমা নোটগুলো দিয়ে মেহেদি রাঙা একটি হাত কিনতে যাবো,
দখলাদারিত্ব দেখাতে প্রকাশ্যে হাতে দিব চুমু,
ওপাশ থেকে কেউ যদি চুমুর দাম চেয়ে বসে,
তখন তাকে বলল চুমুটা হাতের বোনাস,
যদি স্থায়িত্ব চাও তবে চুমুর মূল্য দিতে পারি,
সে নিশ্চয় হাসবে,
আমি দরিদ্র প্রেমিক, ব্যাংক বেলেন্স নেই, বিকাশ রকেট কোথায় জমানো টাকা নেই,
তাই অলস দেহে আমি ছুটে চলবো বনবাদাড়ে,
ঝোপজঙ্গল থেকে তুলে আনব জংলী ফুল
সাথে নারিকেল পাতার আংটি বানিয়ে মেহেদী রাঙা আঙ্গুলে গুজে বলব, এই নাও মূল্য, এবার আমার চুমু আমায় ফিরিয়ে দাও।
শামিম ইশতিয়াক
ময়মনসিংহ বাংলাদেশ

