সুগন্ধি গোলাপ
সুগন্ধি গোলাপ
সুগন্ধি গোলাপ
মানিক চন্দ্র গোস্বামী
আমার কাননে ফুটেছে গোলাপ
সুগন্ধ ছড়ায় দিকে,
বাহারি রঙের অপরূপ শোভায়
গোধূলির রঙ ফিকে।
রূপের মাধুরী দুর্বল করে,
ছুটে আসে শত অলি,
গুঞ্জন স্বরে কাঁদায় হৃদয়,
মধু ভান্ড যে রয় খালি।
মুখের হাসি চির অমলিন,
প্রেমের কবিতা রচে,
স্বপ্ন রঙিন চোখের তারায়
জীবন ছন্দে নাচে।
স্নিগ্ধ দলের কোমল পরশ
ভুলায় যাতনা মনের,
বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে
সমীপে ডাকে প্রাণের।
বৃন্ত থেকে ছেঁড়ার আশে
সৌন্দর্য্যের অবলুপ্তি চেয়ে,
নির্মমতার হাতটি যখন এগোয়,
পিছোতে হবে কঠিন কাঁটার ঘায়ে।
রূপের মূল্যে যত্ন দিয়ে
যদি স্নেহভরে নাও তুলে,
মধুর সুবাস ছড়িয়ে প্রাণে
পূর্ণতা আসে হৃদয় দুটির মিলে।

