STORYMIRROR

যুবক অনার্য

Romance

4  

যুবক অনার্য

Romance

তুমি ভালোবাসলে

তুমি ভালোবাসলে

1 min
331

তুমি ভালোবাসলে একটা নদী হতো

নদীতে নৌকাডুবি হতো

দ্বিপাক্ষিক প্রেমে ভাসতো যমুনার জল

তুমি ভালোবাসলে তারপর দুই পয়সার আলতা হতো

একটা ঘর একটা সংসার বাচ্চা কাচ্চা বিয়ে শাদি

অত:পর তুমি আমি পুনরায় নিঃসংগ আর হতাম দু’জনে দু’জনার

ঝড় বৃষ্টি বাদল কতো কিছু হতো

অজস্র দিন রাত হয়ে যেতো

আর রাতগুলি হয়ে যেতো দিন

কৃষ্ণ চুড়ার সংগে রাধাচুড়ার হতো প্রেম হতো বিচ্ছেদ

এক কাপ চায়ের উড়ন্ত ধোঁয়া- মনে হতো

কিশোরীর প্রথম পরশ

তুমি ভালোবাসলে দুঃখগুলি প্রেম হতো আর

প্রেম পোয়াতি হতো জনম জনম

তুমি ভালোবাসলে আমিও বিপ্লবী হতাম

হতে পারতাম দুর্ধর্ষ প্রেমিক

নরকের আগুন চুরি করে পোড়াতাম স্বৈরিনী-সুখের-সংসার

রাজপথে দেয়ালে লেখা হতো –

গোলাপের বিরুদ্ধে হুলিয়া মানি না মানবো না

সমগ্র পৃথিবী ঈশ্বরের আইন অমান্য করে

স্বর্গ হয়ে যেতো


তুমি ভালোবাসো নি তাই গোলাপের বিরুদ্ধে হুলিয়া আজো পৃথিবীতে


Rate this content
Log in

Similar bengali poem from Romance