STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

4  

Ratnadeep Pramanik

Abstract Romance

নীল রঙের দাবি

নীল রঙের দাবি

1 min
361

এনে দেব তোমায় মেঘের আকাশি নীল;

অপরাজিতার গাঢ় নীলও যদি চাও তুমি;

শুধু সাদা কাগজ টুকু রেখো প্রস্তুত,

নীল কালি এনে দেওয়ার দায়িত্ব আমার;

তারপর, সারাদিন ধরে আঁকো তুমি বর্ষাকাল,

নয়তো বা, ঝলমলে নীলসাদা আকাশে প্রখরতা;

প্রশ্ন করবো না কখনো তোমার শিল্প,

অপরিমেয় সৃষ্টির আড়ালে আমার নীল রঙের

জয়গান তুমি গেয়ো তোমার বিষাক্ত কণ্ঠে;

নীল রং ফুরোলে আমায় নতুনের দাবি জানিও,

তখন না হয়, চন্দ্রমল্লিকা আর জবা এনে দেব,

আর তুমি সাজাবে মায়াবী ভেজা শরৎকাল;

মানানসয়ী প্রকৃতির মেজাজ তোমার মনের সাথে তখন|


Rate this content
Log in

Similar bengali poem from Abstract