স্লেটবোর্ড
স্লেটবোর্ড
যেদিন স্লেটবোর্ড খুঁজে পাইনি বলে এঁকেছিলাম অক্ষরগুচ্ছ আকাশের কালো গায়ে,
সেদিন ছিল অমাবস্যা, তুমি জোনাকি সেজে সাজিয়েছিলে আলোর মেলা;
সাদা খড়ি নিয়ে আমি কেটেছিলাম আঁকিবুকি কিসব, আমি নিজেও জানতাম না;
তুমি বলেছিলে, আমি নাকি সেদিন পূর্ণিমা আঁকতে চেয়েছিলাম আকাশে|
স্লেটবোর্ড পাইনি খুঁজে বলে, আমি আরেকদিন জলের পৃষ্ঠতলে কেটেছিলাম
আনমনা নকশা, ছুঁড়েছিলাম এলোমেলো ঢিল জলের বুকে, তুমি সেজেছিলে সেদিন
ক্ষুদার্থ ছটপটে মাছরাঙা, আর আমি নাকি নৌকো এঁকেছিলাম তোমার পেছনে
ধাওয়া করবো বলে! কি বোকাই না ছিলাম আমরা! আর তারপর একদিন,
রংবেরঙ্গি ফুল আঁকবো বলে, তোমার বাড়ির বাগানে গিয়ে শিশিরে হাত ধুয়ে,
ফুট-ফুট করে শব্দ করে এঁকেছিলাম ভোরবেলায় হরেক রঙের ফুল;
সেদিন তুমি মালিনী সেজে আমায় উদ্যানবিদ্যা শেখালে, আর তাই তখন
তোমায় একঝাঁক বসন্তকাল উপহার দিলাম আমি|

