STORYMIRROR

Rahul Sarkar

Romance Others

4  

Rahul Sarkar

Romance Others

আবার প্রেমে পরবো

আবার প্রেমে পরবো

1 min
392

আমি আবার প্রেমে পরবো, এক চিলতে রোদ মুঠোয় পুরে তোর কপালে ছোঁয়াবো, পুকুরপাড়ে কাশ বোনের সাথে জোনাকির আলোয় চাঁদের জোছনায় হাত ধরে বোকা বোকা গল্প শোনাবো, শুনবি? বলবি ভালোবাসি?


কথা দিতে পারছিনা এখন রোজ নামি দামি রেস্তোরায়..তবে হ্যা ফুচকা কিম্বা গরম চায়ে সময় কাটাবো।


যখন অনেক টাকা হবে তখন বছরে সময় করে


দুজনে পৃথিবীর এদিক ওদিক গন্ধ ছেটাবো। তার আগে বুঝলি দুজনের ঘরকে বইয়ের পাহাড়ে মরাবো, প্রতিদিন বই পড়ে তোকে শোনাবো আর এক কাপ চায়ে রোজ প্রেম করবো, আর আমার পছন্দের, ঠোঁটে লালরঙ শাড়ি কানে দুল, খোলা চুল কপালে ছোট্ট টিপ পড়ে আসবি? তোর জন্যে শিউলি কুরোবো, পায়ে আলতার আচর দেবো, আর আর তোর দুপায়ে ঠোঁট ছুঁয়ে কোনো এক শরতের সকালে বলবো তুই আমার লক্ষ্মী, তুই আমার


অন্নপূর্ণা, তুই আমার সরস্বতী, তুই আমার কমলে কামিনী বাস্তব এ জগতে।


রাহুল ✍️


Rate this content
Log in

Similar bengali poem from Romance