দৈবশক্তি
দৈবশক্তি
মধ্যে একটা দৈব শক্তি আছে, যার অস্তিত্ব আমি বেশ বুঝতে পারি। কেনো? এই যে বার বার তোমার কথা মনে করতে বাধ্যকরে, বাধ্যকরে ফেলফেলিয়ে তোমার দিকে চেয়ে থাকতে।
তোমার মধ্যে ভালো রাখার অনেক বড়ো গুন আছে, যা কিনা তোমার সামনে নিজের বয়স কমিয়ে ফেলে মাতৃযুলোভ আদর নিতে বাধ্য করে। প্রেমিকা থেকে দেবী রুপি হয়ে ওঠো নিজেরি অজান্তে।
তোমার মধ্যে একটা মায়া আছে যা আমার মন নিজের সব টুকু দিয়ে সসম্মনে কুড়িয়ে নিতে চাই। এই যে যখন তুমি চলে যাও আসি বলে, তখন আমি দাড়িয়ে থাকি সাবধানে যাওয়া দেখবো বলে।
দাড়িয়ে থাকি তোমার ফিরে তাকানোর অপেক্ষায় নয়, চোখের আরেকটু শান্তিতে দেখার লোভে, এতে যদি পাগল বলো, তাহলে তাই! আমি পাগল হতে রাজি...
তোমার মধ্যে অদ্ভুত এক টান আছে, যা সব সময় আমায় আটকাতে চায় আমায় ভালো রাখবে বলে। তোমার মধ্যে দৈব এক শক্তি আছে হাজার জনের মধ্যেও শুধু তোমাকেই খোঁজে ফিরে।
~টনিক

