তিলোত্তমা
তিলোত্তমা
কই আমি তো কবিতা লিখি না!
আমি তোমায় লিখি।
আমি লিখি তোমার আলতো হাসি,
আমি লিখি সেই সব শব্দ যা তুমি আমায় দেও ।
আমি জানো স্বপ্ন আঁকি
যেখানে রামধনুর রং মেশে?
দু হাত পেতে চেয়ে
আমি তোমায় ছুঁয়ে দি।
আর তুমি???
বলছি শোনো, আমি কবিতা লিখিনা
লিখি তোমার বলে যাওয়া
তোমার ঘুরে তাকানো,
তোমার খোঁপায় ফুল ।
তোমার নাম আমি শিউলী রাখবো
যা সারা বছর দেখার ব্যাকুল ইচ্ছেতে
এ মন সারা শরীর অপেক্ষায় থাকবে।
আমি সারা রাত জেগে থাকবো তোমায় দেখবো বোলে।
তুমি???
বলছি শোনো, সব সময় সবার মধ্যে আমায় খুঁজবে
আমি গোপনে তোমার মনের কোনো এক কোণে
বাসা বাঁধবো , তুমি সাজবে মনে মনে আমার জন্যে।
বলবেনা ভালোবাসি
কিন্তু ভালোবাসবে।
