তুমি আমার মা হবে
তুমি আমার মা হবে
তুমি আমার আরেক মা হবে
ঠিক যেভাবে যত্ন করে মা আমার? ভুলগুলোকে শুধরে মানুষ করে তুলেছে হাজার খারাপ কথায় রাগারাগিতে কখনো ছেড়ে যায় না। ঠিক তেমনি তুমি আমার আরেক মা হবে? কথা না দিয়েও আমি তোমায় ভগবানের আসনে বসাবো ।
খুব কষ্টে মায়ের মতনই তোমার কোলেও মাথা রাখবো তুমি আমার মা হবে আবার আরেক মা?
প্রচন্ড জ্বর কিংবা শরীর খারাপে যেভাবে মা যত্নে সারা দিন রাত লাগিয়ে দেয় ঠিক তেমনি তুমি আমার খেয়াল রাখবে ?কথা দিচ্ছি আমিও ফেরত দেবো তার অনেক গুণ বেশি ভালোবাসা তোমায়।
তুমি আমার মা হবে আবার আরেক মা? প্রত্যেক মেয়ে তার বাবার কাছে আরেক মা আমি তোমার বাবা হতে চাই না তবে সেই পুরুষটা হতে চাই যার ছত্রছায়ায় তুমি নিজের মতো করে বাঁচবে আরো একটা নতুন জীবন পাবে।
শোনো তুমি আমার মা হবে, আরেক মা?
বাবা মা তারপর ভগবান তারপর তুমি প্রত্যেক জনেই ভালোবাসায় আমার শ্রদ্ধায় আমার ভক্তিতে আমরা স্নেহতে জড়িয়ে থাকবে।
কখনো ছেড়ে যাবে না তো তাদের মতন যাই হয়ে যাক?
আমি কি খেতে ভালবাসি না, কখন কোথায় যাচ্ছি, ভুল গুলোতে দু চার থাপ্পড় দিলেও , হাতা খুন্তি ছুড়ে মারলেও কথা দিচ্ছি আমি নিজে ছেড়ে যাবো না, আমি রাগ করবো না।
তুমি আমার মা হবে আমার আর এক মা?
রাহুল সরকার

