আশার রশ্মি
আশার রশ্মি
বেলা শেষে সূর্য যখন ডুবতে যায়,
অন্ধকারে হারানো পৃথিবী যখন ভয় পায়।
তবে জানো, আশা লুকিয়ে থাকে মেঘের মধ্যে,
একটি নতুন দিনের সোনালী রশ্মি সেখানে।
তুমিই তো, জীবনের রঙিন চিত্র,
হৃদয়ের কোণে বাজে তোমার মিষ্টি সুর।
প্রেমের শব্দে লুকানো হাজার আশা,
বিষাদের গহীনে থাকে সুখের বাসা।
যতই অন্ধকারে পথ হারাই,
তবে আলোর দিকে ফিরে চাওয়ার সাহস পাই।
প্রতিটি পদক্ষেপে নতুন এক গান,
যাত্রার শেষে একটি সুন্দর সকাল।

