STORYMIRROR

Ratnadeep Pramanik

Abstract Romance

4  

Ratnadeep Pramanik

Abstract Romance

শব্দধ্বনি ভেসে আসে

শব্দধ্বনি ভেসে আসে

1 min
259

মনের জানলা খুলে তোমার কথা শুনি, তোমার শব্দধ্বনি ভেসে আসে|

আমি কান পেতে থাকি, তোমার ডাক শুনবে বলে; পাখিরাও আজ অপেক্ষায়!

তোমার গান শুনবো বলে, কতো রাতই না সেজেছি প্যাঁচা!

তোমার ডাক অজস্বীকার করবো! সম্ভব কি কখনও তা?

তোমার কথা শুনবো বলে, পেরিয়ে এসেছি কত মরুভুমি;

অসংখ্য সমুদ্রপথ ঘুরে আজ এসেছি তোমার সাজানো দীপকুঞ্জে,

শুধু তোমার কথা লিখবো বলে! আকাশের ডাক উপেক্ষা করে না মেঘ,

ফুলের ডাক যায়না ভুলে মৌমাছি, পাতার ডাক মনে রাখে শিশিরের দল,

সমুদ্রের ডাক শুনে ছুটে আসে একরাশ আঁকাবাঁকা নদী,

বসন্তের ডাক অবহেলা না করে, তাই ফুটে ওঠে আকাশের কোলে রামধনু|

ঠিক তেমনই ভাবে, তোমার ডাকে ছুটে আসি!

তুমি শুধু গেয়ে যাও গান, সাজাও শব্দধ্বনি, এঁকে যাও সুর আর বসন্ত সাজাও,

তোমার ডাকে সারা দেব আমি, কথা দিলাম রুপালি!


Rate this content
Log in

Similar bengali poem from Abstract