STORYMIRROR

Anindya Biswas

Romance

4  

Anindya Biswas

Romance

অন্ধকারের আলো

অন্ধকারের আলো

1 min
255

দেখো দেখো চেয়ে, অন্ধকার আসছে ধেয়ে, দেখছ কি চেয়ে তুমি ;

অচিরেই গ্রাস করবে সে তোমায়, হবে চোখ মরুভূমি,

তবে ছেড়েই দিয়েছো যখন বাঁচার আশা, কেনো মিছে পাও অন্ধকারকে ভয়,

হারাবেই কি আর, বা নিয়েই যাবে কি, স্বীকারই করে নাও নাহয় পরাজয়,

তবু বেঁচে থাকো, কারণ বাঁচতে তো হবে, শ্বাস নদী থাকুক প্রবাহমান,

দেখো যেন আবার বাঁধ দিয়ো না তাতে, নিয়ে পাহাড়সমান অভিমান,

বেঁচে থাকো শুধু বাঁচার জন্য, না রেখো কোনো আশা,

ভেবো না কেউ আসবে মিটাতে, তৃষ্ণার্ত মনের পিপাসা,

করো হে আহ্বান, গেয়ে জীবনগান, আপন করো অন্ধকার,

গড়ে তোলো সেই কৃষ্ণ - আলোকে, নিজের চারপাশে রুদ্ধ দ্বার,

এখন ছায়াই যে তোমার পরম আত্মীয়, অতি নিশ্চিন্তের আশ্রয়,

রেখে দাও জীবন তারই কোলে, না পেয়ে মিছে মৃত্যুভয়।


Rate this content
Log in

Similar bengali poem from Romance