STORYMIRROR

Debjani Basu Mullick

Abstract

4  

Debjani Basu Mullick

Abstract

ভাঙা গড়া

ভাঙা গড়া

1 min
369

সহজ সরল জীবনটা যাচ্ছে কোথায় হারিয়ে

সম্পর্কের জটিলতা বাড়ছে দিকে দিকে

ইগো আর অবিশ্বাসের এতই বেশি ভার

সম্মান আর ভালবাসা মানছে যে হার।


অনুভূতি সব এদিক ওদিক লুটিয়ে থাকে

সেগুলি সব যত্ন করে রাখতে হবে

মনের কথা সাহস করে বলতে হবে

ভালবাসাকে আঁকড়ে ধরে বাঁচতে হবে।


ভাঙা গড়ার খেলা সে তো চিরন্তন

ঢেউয়ের উথাল পাতাল চলবে সারা জীবন -

মাততে হবে গড়ার খেলায় , করতে হবে রক্ষা

ভেঙে ফেলা সহজ, লাগে না সময়টা।।


Rate this content
Log in

Similar bengali poem from Abstract