পাতানো দাদা
পাতানো দাদা


আমার কোনো বোন নেই
তাই শখ করে একজন দাদা পাতিয়েছিল
নামের দাদা
দাদা আছে তার
একটা বেখাপ্পা রাগী দাদা
কোনোদিন বোনকে বোন বলে ডাকে নি সে
কিন্ত আমি ডেকেছিলাম
মন থেকেই ডেকেছিলাম অনেকবার
বুনু বলে
সেও বলতো আমি নাকি ভালো দাদা ,রাগী দাদাটার মত নই
তবে আজ কেন তার খোঁজ নেই
তার কি বোধ নেই
তার রাখি পড়বার জন্য কেউ অপেক্ষা করে থাকে
রাখি নাহোক রাখির মেসেজ পাওয়ার জন্য
হোয়াটসঅ্যাপে চোখ বোলায়
একটা দাদা ,একটা পাতানো দাদা।