STORYMIRROR

Himangshu Roy

Romance Classics Others

3  

Himangshu Roy

Romance Classics Others

দরজা

দরজা

1 min
174


রাস্তার পাশে ফুল ছিল 

অনেকদিন হল, তাই মনে পড়ে নাকো

আবহাওয়া ঠান্ডা এখন বড়

ঠান্ডা হাওয়ায় দরজা দিয়ে থাকো


সবুজ পাতা ছিল 

আর তুমি সবুজ ভালোবাসো

ফুল তোমার কাছে বেরঙের দেশ

তুমি তোমার সবুজ নিয়ে বাঁচো


যদিও

তোমার কাছের দরজায় রাখো ফুল

ফুল যদিও ইষৎ রকম কালো

মাটির রং বোঝোনি এখনো

ফুল তোমার মতই ইষৎ রকম ভালো


তোমার কাছে সম্পর্ক ছিল একটা

অনেকদিন হল, বৃষ্টি পড়ে নাকো

সম্পর্ক ঠান্ডা এখন বড়

ঠান্ডা সম্পর্কে দরজা দিয়ে থাকো।


কেন থাকো?



Rate this content
Log in

Similar bengali poem from Romance