মুখোশ
মুখোশ


মানতে হবে তোমায় গুরু,
পুরো,কাপিয়ে দিচ্ছো তুমি এবার !
কোথা থেকে করলে বলোতো,,?
এত ''ভদ্র'' মুখোশ জোগাড় ?
বাইরে একদম,কলা সাহিত্য।
জ্ঞান ভান্ডার,ষোলো আনা।
ভেতরে,শুধুই রক্ত,মাংস,
শরীর ছাড়া কিছু বোঝো না।
ভদ্রতা মারো,নারীর সামনে
সাহায্যের নামে বাড়াও হাত।
অন্ধকারটা ঘনিয়ে এলেই,
বেড়করো তোমার বিষের দাঁত।
ঘাড়ে রাখো হাত,শরীরেতে চোখ,
খেলতে বলবে, ''বর বৌ''।
হয়তো,তোমার মেয়ে হবে ওটা
ভদ্র মুখোশে,অন্য কেউ।