STORYMIRROR

Tanuchhaya Mukherjee

Crime

3  

Tanuchhaya Mukherjee

Crime

আহ্ববান (অণু কবিতা)

আহ্ববান (অণু কবিতা)

1 min
6

অসহ্য! হয় নিম্নচাপ

তা না হলে দুঃসহ তাপ। 

 বঙ্গ যে ক্রমশই পাপে ভরে যাচ্ছে! 

তাই শরৎ, হেমন্ত, বসন্ত ঋতু 

বঙ্গ থেকে ক্রমশই

হারিয়ে যাচ্ছে। 

যতদিন না পাপীরা শাস্তি পাবে

ততদিন পর্যন্ত ভালো সবকিছু

বঙ্গ থেকে ক্রমশই হারিয়ে যাবে।

দুর্গতিনাশিনী,অসুরদলনী মা,

তুই এই রূপে কবে আসবি! 

মানুষরূপী পিশাচদের নিধন করে

আবার বাংলার মানুষকে 

প্রাণভরে নিঃশ্বাস নিতে দিবি! 

আহ্বান করছি মা তোকে, 

শীঘ্র ধরায় এসে রুদ্র মূর্তি ধারণ কর, 

 নিঃশেষ কর বাংলার শতশত অসুরকে। 


        - তনুচ্ছায়া মুখার্জী-


Rate this content
Log in

More bengali poem from Tanuchhaya Mukherjee

Similar bengali poem from Crime