সঠিক কথা
সঠিক কথা
সঠিক কথা
মোঃ হেদায়েতুল ইসলাম
সঠিক কথা বলতে গেলে বেঠিক মানুষ হাসে,
সঠিক কথা শুনে দেখো হিংসুকেরা কাশে।
সৎ সত্যের কথা যখন করবে তুমি প্রচার,
হিংসুকেরা লাগবে পিছে ডাকবে তারা বিচার।
সৎ কর্ম যখন তুমি ছড়িয়ে দিবে দিকে দিকে,
দুর্নীতিবাজের মুখটা চেয়ে দেখো হয়ে গেছে ফিকে।
হিংসুকেরা কথায় কাজে ছাড়ায় তারা বিষ,
জগতের ক্ষতি করে তারা মন্দ লোকে করে ফিসফিস।
হিংসা হলো ক্ষতিকর সৎকর্ম মুহূর্তেই করে নষ্ট,
হিংসা মানুষের জীবনে বয়ে আনে নানা বিধ কষ্ট।
কিসের হিংসা কিসের বিদ্বেষ মরতে হবে মনে রেখো,
হিংসা বিদ্বেষ ধ্বংস ডেকে আনে ইতিহাস ঘেঁটে দেখো।
হিংসুকেরা শান্তি পায় না ওদের হৃদে অশান্তিতে ভরা,
জ্ঞানীগুণী লড়ে লড়বে করবে হিংসুকেরে সমাজ ছাড়া।
