মোহন দাস একজন কবি, গল্পকার এবং সম্পাদক । জন্ম ১৯৯৬ সালের ২ রা নভেম্বর । বাবা ভুবন দাস মা কাজল দাস । নদিয়া জেলার চাকদহ শহরের বাসিন্দা । জয়কৃষ্ণপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক ও ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন, চাকদহ কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স নিয়ে বি.এ পাশ করেন । সেই সঙ্গে... Read more
মোহন দাস একজন কবি, গল্পকার এবং সম্পাদক । জন্ম ১৯৯৬ সালের ২ রা নভেম্বর । বাবা ভুবন দাস মা কাজল দাস । নদিয়া জেলার চাকদহ শহরের বাসিন্দা । জয়কৃষ্ণপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৩ সালে মাধ্যমিক ও ২০১৫ সালে উচ্চমাধ্যমিক পাশ করেন, চাকদহ কলেজ থেকে বাংলা সাহিত্যে অনার্স নিয়ে বি.এ পাশ করেন । সেই সঙ্গে "ডক্টর রেড্ডিস ফাউন্ডেশন" থেকে হোটেল এবং রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট করেন । "জাতীয় যুব কম্পিউটার এন্ড এডুকেশন সেন্টার" থেকে কম্পিউটার এপ্লিকেশন এ ডিপ্লোমা করেন । বিগত দশ বছরে জাতীয় ও আন্তর্জাতিক স্তরে বিভিন্ন সাহিত্য পত্রিকায় লিখেছেন এবং অনিয়মিতভাবে লিখে চলেছেন । ২০২২ সালে রানাঘাট বইমেলা কমিটি থেকে "কবি শিরোমণি পুরস্কার" পেয়েছেন এবং বিভিন্ন পত্রিকা গোষ্ঠী থেকে বহু স্মারক ও সম্মানে ভূষিত হয়েছেন । Read less